যশোরে ১১ চিকিৎসকসহ ২৮ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে

প্রকাশঃ ২০২০-০৪-৩০ - ০০:৫২

যশোর : যশোর জেনারেল হাসপাতালের ১১ চিকিৎসক, ১১ নার্সসহ মোট ২৮ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বুধবার (২৯শে এপ্রিল) হাসপাতালের তত্ত্বাবধায়কের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের সংস্পর্শে আসায় চিকিৎসক, নার্সসহ ২৮ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এই ২৮ জনকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদের সঙ্গে যোগাযোগ করে নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। পর্যায়ক্রমে এই হাসপাতালের সব জনবলকে পরীক্ষার আওতায় আনা হবে বলেও জানানো হবে।

২৮ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশে গতকাল মঙ্গলবার স্বাক্ষর করা হলেও তা বুধবার থেকে কার্যকর হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপকুমার রায় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, কোয়ারেন্টিনের মেয়াদ হবে ১৪ দিন। এই সময়কালে তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে নমুনা পরীক্ষার পর যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে চারজন যশোর সদর উপজেলার। এই চারজনই জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে আসা ব্যক্তি। এদের মধ্যে রয়েছেন একজন চিকিৎসকের স্ত্রী (৩৫)। নাক, কান, গলার ওই চিকিৎসক আগেই করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তার স্ত্রীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও এই নারীর শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। আক্রান্তদের আরেকজন হাসপাতালের তত্ত্বাবধায়কের পিয়ন। শনাক্ত হওয়া অন্য দু’জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যাদের একজন সাংবাদিক।

এই চার ব্যক্তির বাড়ি বুধবার দুপুরেই লকডাউন করেছে প্রশাসন।