মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে বঙ্গবন্ধুর ছবিতে অশ্লীল মন্তব্য করে জল্পনা রটানোর দায়ে ফরিদুল ইসলাম (২৮) নামে র্যাবের হাতে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে অশ্লীল মন্তব্য করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অপরাধে ওই যুবককে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের সদস্যরা ২৯ এপ্রিল গভীর রাতে তার বাড়ি থেকে আটক করে। সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের যাদববাটী বানিয়াপাড়া গ্রামের জনৈক মো: পইম উদ্দীনের ছেলে। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে ২১(২) ও ২৯(১) ধারায় র্যাব বাদী হয়ে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং-১০, তারিখ; ৩০ এপ্রিল/২০২০খ্রি:। ১ মে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।