আবু হোসাইন সুমন, মোংলা : অবশেষে দীর্ঘ ১০ বছর পর মোংলা বন্দরের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ১৫২টি প্লট বুঝে পেয়েছে। বিগত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোংলা বন্দর কর্তৃপক্ষের বরাদ্দ দেয়া এ প্লটগুলো অবৈধ বলে দাবী করে সে সময় তা ভেঙ্গে দেয়া হয়। এরপর ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা উচ্চ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে এ নিয়ে মামলা জটিলতায় পড়েন নৌ পরিবহন মন্ত্রনালয় ও ভূমি মন্ত্রনালয়। সম্প্রতি মামলা নিরসন ও ভেঙ্গে দেয়া প্লট ক্ষতিগ্রস্থ বৈধ মালিকদের মাঝে পুন:বন্টনের জন্য উভয় মন্ত্রনালয় লিখিতভাবে স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেককে দায়িত্ব দেন। স্থানীয় সংসদ সদস্য দায়িত্ব নিয়েই রবিবার দুপুরে সরেজমিনে কাগজপত্র দেখে মেপে ব্যবসায়ীদেরকে বুঝিয়ে দেন। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান, পরিচালক (প্রশাসন) কমান্ডার মো: আনোয়ার হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো: আলতাফ হোসেন খান, সচিব (বোর্ড ও জনসংযোগ) মো: ওহিউদ্দিন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান, প্রধান প্রকৌশলী (সিভিল এন্ড হাইড্রোলিক) মো: শওকত আলী, সম্পত্তি বিভাগের কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, মো: রওশন, মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো: জুলফিকার আলী ও মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার উপস্থিত ছিলেন। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান বলেন, রবিবার ২০/২৫ জন ব্যবসায়ীকে তাদের স্ব-স্ব প্লট বুঝিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৫২ জনের সকলকে তাদের প্লট বুঝিয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, পৌরসভার পিছন থেকে প্রায় ১শ শতক জায়গা পৌর ভবন নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের জন্য রাখা হয়েছে। ওই জায়গায় যাদের প্লট ছিল তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। এর আগে স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক পৌর মেয়রের কার্যালয়ে বন্দর ও পৌর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে প্লট সংক্রান্ত বিষয়ে এক সভা করেন।