এমপি শহীদুজ্জামানের সংস্পর্শে আসা ৭১ জনের নমুনা সংগ্রহ

প্রকাশঃ ২০২০-০৫-০৫ - ০৭:১৫

ঢাকা অফিস : করোনা আক্রান্ত নওগাঁর এমপি শহীদুজ্জামানের সংস্পর্শে আসায় ডিসি, এসপি, সিভিল সার্জনসহ জেলার মোট ৭১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নওগাঁর সিভিল সার্জন জানান, এমপি শহীদুজ্জামান সরকার ২৭শে এপ্রিল নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জরুরি কনফারেন্সে যোগ দিয়েছিলেন। ওই কনফারেন্সে নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার ও নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম যোগ দিয়েছিলেন।

এছাড়া সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান ও সিভিল সার্জন আখতারুজ্জানসহ ২০ জন অংশ নিয়ে ছিলেন।  তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  এছাড়া এমপি শহীদুজ্জামান তার নির্বাচনী এলাকা পত্নীতলা ও ধামইরহাটে গিয়েছিলেন। সেসব স্থানে তার সংস্পর্শে আসায় ৪০ জন ও ধামইরহাটে ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।