কেশবপুরে কৃষকের ধান কেটে সহযোগিতা করলেন শিক্ষকবৃন্দ

প্রকাশঃ ২০২০-০৫-০৯ - ১৮:৫৩

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে শনিবার ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীবৃন্দ কৃষকের ধান কেটে সহযোগিতা করেছেন।
কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের কৃষক ফারুক বিশ্বাস জানান, করোনা ভাইরাস প্রতিরোধে লগডাউনে প্রমিক সংকট ও বৃষ্টি-সহ ঝড়ো হাওয়ার কারণে ক্ষেতের পাকা ধান নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। বিষয়টটি অবগত হয়ে ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ অমর কুমার ঘোষ, আব্দুস সবুর ও আলতাফ হোসেন, দাতা সদস্য ফজলে করিম খাঁন, বিদ্যোৎশাহী সদস্য মোশাররফ হোসেন গাজী, প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র সহকারী শিক্ষক আবু দাউদ ও ওজিউর রহমান, সহকারী মওলানা শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক মিহির কুমার দাস, ক্রীয়া শিক্ষক আব্দুর রাজ্জাক, আফিস সহকারী আনিচুর রহমান ও ল্যবসহকারী হাবিবুর রহমান (হবি) শনিবার তাঁর ক্ষেতের পাকা ধান কেটে তাকে সহযোগিতা করেছেন।
ইমেইলে