এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কেশবপুরের সাবেক সাংসদ সদস্য গাজী এরশাদ আলীর ছোট ভাই গাজী আজাহারুল ইসলাম (৭২) শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটে হঠাৎ হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে কেশবপুরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ পূত্র ও ২ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী আজাহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।