এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে শহরের সোনালী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা সমাজ সেবক নাসির উদ্দীনের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শাহীন চাকলাদারের পক্ষে উক্ত খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ্যাপারে ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অতিদরিদ্র ৩ শত ৭০ পরিবারের মাঝে শাহীন চাকলাদারের পক্ষে আমি নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি।