এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
থানা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেলকাটী গ্রামের মৃত আব্দুল করিম মোড়লের ছেলে ফজর আলী মোড়ল ও হাসেন আলী মোড়লের সাথে প্রতিবেশী হোসেন আলী মোড়লের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে হোসেন আলী মোড়ল, তার স্ত্রী সায়মা বেগম, দুই ছেলে শহিদুল মোড়ল ও জাহিদুল মোড়ল, এবং দুই পূত্রবধূ আসমা বেগম ও তহমিনা বেগম গাছি দা, লোহার রড-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফজর আলী (৫০) ও হাসেন আলী মোড়লের (৫৫) উপর হামলা চালায়। এলাকাবাসি মারাত্বক আহতাবস্থায় ফজর আলী ও হাসেন আলী মোড়লকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহত হাসেন আলীর স্ত্রী রুপিয়া বেগম বাদী হয়ে কেশবপুর থানায় ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস.এম আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।