ফারুক হোসেন, পাবনা : পাবনার সাঁথিয়ায় ফেসবুক গ্রুপ স্বপ্নময় সাঁথিয়ার উদ্যোগে বিভিন্ন এতিমখানাসহ ১৫০জন অসহায় মানুষকে ১ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন। তারা উপজেলা বিভন্ন এলাকায় গিয়ে তাদের সদস্যদের মাধ্যমে অসহায় মানুষ খুজে বের করে তাদের মাঝে এ অর্থ সহায়তা দেয়া হয়।
সাঁথিয়ায় স্ট্রোক করে ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকা জমিন বিশ্বাসের স্ত্রী জহুরা খাতুন (৭০) ১ হাজার টাকা নোট পেয়ে জানান, এই এক হাজার টাকার নোট আমি দেখবো কোনদিন ভাবিনি। এই ১ হাজার টাকা আমার এক লাখ টাকার উপকার করবে। জমিন বিশ্বাসের মত অনেকেই এই উপকার পেয়ে অনেক খুশি।
স্বপ্নময় সাঁথিয়ার স্বত্তাধিকারী ডাঃ শুকুর রঞ্জণ জানান, আমরা সবাই একটা ক্রাইসিস সময় অতিক্রম করছি। তাদের এই সব উপহার ভালবাসার প্রতীক। তিনি বলেন,সমাজের দুস্থ ও হতদরিদ্র যারা কোথাও কোন সাহায্য পান নাই কিন্তু অসহায়। আবার অনেকে অসহায় কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না কাউকে। আমরা তাদেরকেই খুজে বের করে সামান্য উপহার দিয়েছি মাত্র। তাদের এই ঈদ উপহারকে সাঁথিয়ার অনেকেই সাধুবাদ জানিয়েছেন।