রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর জেলা ব্রান্ডিং ও কিশোর বাতায়ন বিষয়ক প্রেসব্রিফিং সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের (এটুআই) সহযোগিতায় যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন-সিনিয়র তথ্য অফিসার এএসএম কবির। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, সহকারি তথ্য অফিসার জাহারুল ইসলাম, এলিন সাইদুর রহমান প্রমূখ।
সভায় জানানো হয়, কিশোর বাতায়নের মাধ্যমে শিশু কিশোরদের মাঝে নিজ জেলার অপার সম্ভাবনাকে তুলে ধরা এবং প্রচারণায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে আমার জেলা আমার অহংকার’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জেলা ব্রান্ডিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও প্রতিভা অন্বেষণ, আইসিটির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের সচেতনতা ও উদ্বুদ্ধ করা এর মূল ল্য বলে জানানো হয়।