খুলনা : খুলনায় বাসা ভাড়ার বকেয়া টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যা করেছেন ভাড়াটিয়া। নিহত বাড়িওয়ালার নাম শহীদুল ইসলাম ডলার (৪৭)। গত সোমবার মধ্যরাতে নগরীর ৯ নম্বর মিয়াপাড়া প্রধান সড়কের বাড়িতে হত্যাকাণ্ড ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাড়িওয়ালা ডলার পেশায় ইজিবাইক চালক ছিলেন। তিনি নগরীর মিয়াপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, বাড়িওয়ালা শহীদুল ইসলাম ডলার ভাড়াটিয়া বাবু বিশ্বাসের কাছে কয়েক মাসের ভাড়া পান। সোমবার রাতে ডলার ভাড়াটিয়া বাবু বিশ্বাসের কাছে বকেয়া টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বাবু বিশ্বাস বাড়িওয়ালা ডলারকে ধারালো অস্ত্র দিয়ে কোপান। এতে তার নাড়িভুড়ি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্ত ভাড়াটিয়া বাবু বিশ্বাস ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ডলারের স্ত্রী রত্মা বেগম বাদী হয়ে বাবু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।