এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ইসলামী ফাইন্ডেশনের উদ্যোগে উপজেলার সকল মসজিদে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারী অর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ইসলামী ফাইন্ডেশন কেশবপুর উপজেলা শাখার সুপারভাইজার আশিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে গত কয়েকদিন যাবৎ উপজেলার ৬ শত ৭৪ টি মসজিদে ৫ হাজার টাকা করে ৩৩ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে মসজিদের পরিচালনায় আর্থিক সংকটের কারণে ইসলামী ফাইন্ডেশনের উদ্যোগে সরকারীভাবে উপজেলার সকল মসজিদে উক্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়।