এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুর পৌর কারিগরি ও বাণিজ্য কলেজের সভাপতি এবং পৌরসভার মেয়র রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আয়া, দপ্তরী ও গৃহকর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কেশবপুর পৌর ও কারিগরি বাণিজ্য কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাকির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক উৎপল দে’র সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে পৌরসভার হলরুমে প্রধান অতিথি হিসাবে নগদ সহায়তা প্রদান করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার সচিব মোশারফ হোসেন, কেশবপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি পলাশ সিংহ, পৌর কারিগরি ও বাণিজ্য কলেজের প্রভাষক রুহুল আমিন, প্রভাষক খলিলুর রহমান, প্রভাষক সুমন দাস, প্রভাষক অপর্ণা মজুমদার, প্রভাষক শাহিনুর রহমান, ষ্টাফ হাফিজুর রহমান প্রমুখ।