এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট মালিক সমিতির কমিটি গঠন উপলক্ষে এক সভা রবিবার সন্ধ্যায় পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দীলিপ চন্দ্র ঘোষ, প্রবীর কুমার সাহা, অচিন্ত কুমার ঘোষ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টুকে সভাপতি, ফিরোজ খানকে সহ-সভাপতি, গনেশ চন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক, শহিদুল ইসলামকে সহ-সম্পাদক, সঞ্জয় দত্তকে কোষাধ্যক্ষ, আশরাফুল ইসলাম বুলুকে সাংগঠনিক সম্পাদক ও জিয়াউর রহমানকে প্রচার সম্পাদক নির্বাচন করে ৫১ সদস্য বিশিষ্ট কেশবপুরে হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট মালিক সমিতির কমিটি গঠন করা হয়।