এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার কেশবপুর আলিয়া মাদ্রাসার মাঠে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা স্বোচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বোচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, সদস্য আব্দুল হামিদ সরদার প্রমুখ।