এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মঙ্গলবার সকালে ৫০ জন শিশুর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমান, ইউপি সচিব নিরঞ্জন বিশ্বাস, ইউপি সদস্য শ্যামল, রাসেল, আবুল কাসেম, আওয়ামীলীগর নেতা মজিবর রহমান, আব্দুল কুদ্দুস, আলা উদ্দীন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ প্রমুখ। উল্লেখ্য শিশু খাদ্য হিসাবে প্রতিপ্যাকেটে রয়েছে ৫ শত গ্রাম ননী যুক্ত দুধ, ১ কেজি সুজি, ৩ প্যাকেট নুডুলস, ৫শ গ্রাম চিনি, ৫ প্যাকেট ওরস্যালাইন এবং ১পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।