এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের বড়েঙ্গা গ্রামের এক যুবক (৩০) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুবকের করোনা উপসর্গ দেখা দিলে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার স্যাম্পল টেস্টের জন্য পাঠান। শনিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। ঐ যুবক ঢাকায় এক প্রাউভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, করোনা আক্রান্ত যুবককে তার বড়েঙ্গার বাড়িতে আইসোলশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ নিয়ে কেশবপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জন। এর মধ্যে ১৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বাকি ২০ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।