মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরে অবস্থিত অবসরপ্রাপ্ত সৈনিক সেবা সংঘের নিজস্ব কার্যালয়ে আহবায়ক মো: আমিরুল ইসলামের সভাপতিত্বে নতুন এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মো: মোস্তফা কামাল সরকার এবং সাধারন সম্পাদক পদে মো: আব্দুল আলী (সাকী) কে মনোনীত করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: আনিসুর রহমান ও সাধারন সম্পাদক মো: মাহাদী হাসান মল্লিক।