রাজীব চৌধুরী,কেশবপুর: আজ ১০ই আগষ্ট ২০২০ খ্রি: সোমবার কেশবপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ০৪ ( চার) জন।এই ০৪( চার) জনেরা হলেন কেশবপুরের কড়িয়াখালী গ্রামের নারায়ন চন্দ্র দাস(৬০), পল্লী বিদ্যুৎ অফিসের মনিরুজ্জামান(৩৯), বালিয়াডাঙ্গার আরতি রানী পাল(৩৮), আলতাপোলের আন্না রানী সেন(৫০)। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।