কেশবপুরে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০৮-১০ - ১৮:২০

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌরসভার ভোগতি পশ্চিমপাড়ায় হযরত আবু বক্কর (রাঃ) জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে হযরত আবু বক্কর (রাঃ) জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাজ্জাত হোসেন সূর্য, আয়ুব হোসেন আইদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বায়েজ হোসাইন।