কেশবপুর উপজেলা প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০৮-১৪ - ২১:০৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে করোনায় আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও করোনায় আক্রান্ত কেশবপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইটের সুস্থতা কামনা করে শুক্রবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেলের পরিচালনায় ক্লাব কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক আওয়ামী লীগনেতা সৈয়দ আকমল আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যানের পূত্র উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সদস্য কাওছার হোসেন রুবেল, মেহেদী হাসান সুমন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জী এম হোচেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব, আয়ুব হোসেন মিলন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সদস্য মাওঃ নাসির উদ্দীন।