পাঁজিয়া যুবলীগের জাতীয় শোক দিবস পালন

প্রকাশঃ ২০২০-০৮-১৬ - ১৬:৪২

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার যুবলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, টিটো রহমান ও নাজমূল ইসলাম, সদস্য ইকবাল হোসেন ইমন, রাসেল হোসেন মনি, আব্দুর রহিম মিন্টু, আবু সাঈদ, নিতাই হালদার, সুমন হালদার, সাকিরুল ইসলাম, ইয়ার হোসেন, রফিক বিশ্বাস, আরঙ্গজেব বাবু, আনচুর রহমান, ছাত্রলীগের মাসুম বিল্লাহ, হেলাল আহম্মেদ, ইকরামুল, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ ইউসূফ।