এস আর সাঈদ, কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে পূরবী খেলাঘর আসর পাঁজিয়া শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদারের সভাপতিত্ব ও সাহিত্য সম্পাদক মাসুদা বেগম বিউটি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খেলাঘর আসরের সভাপতি আঃ মজিদ বড় ভাই, কবি নজরুল ইসলাম খান, প্রভাষক তাপস মজুমদার, শিক্ষক নাজমুল হাসান, সুব্রত কুমার চক্রবর্তী, প্রদীপ ব্যানার্জী, কবি মকবুল মাহ্ফুজ, কবি হাদিউজ্জামান জয়, লিটন হোসেন ও মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।