এস আর সাঈদ, কেশবপুর : যশোরের কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের যশোর জেলা শাখার সভাপতি ইব্রাহীম মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সভাপতি জামিল খান, আলাউদ্দীন, দীলিপ দাস, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ঝন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ইদ্রিস আলী ও দপ্তর সম্পাদক লুৎফর রহমান। কেশবপুর উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছলেমান, মুসা মোড়ল, আব্দুল কাদের প্রমুখ।