অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, নওয়াপাড়া প্রেস ক্লাবের সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আবস্থা আশংকাজনক।
বুধবার (১৪অক্টোবর) বিকালে উপজেলার নওয়াপাড়া শহরের বাইপাস সড়কে তার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ মোটরসাইকেল যোগে বাড়িতে প্রবেশকালে বিপরীত দিক থেকে আসা দ্রæত গতি সম্পন্ন একটি মোটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিকটে পড়েন। এসময় তার মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্তের পর রক্তক্ষরণ শুরু হলে এলাকাবাসী তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় খুলনা সিটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার সুস্থতা কামনা করেছেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদসহ সকল সাংবাদিক।