চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের উভয় পার্শ্বের ফুটপাত ও নালা অবৈধভাবে দখল করে লোহার দোকানের মালামাল স্তুপ করে রাখা এবং অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় স্থাপনাসহ সাগরিকা রোডের অবৈধ কাচাঁবাজার উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিয়ানের নেতৃত্ব দেন।
এ সময় ফুটপাত ও নালার জায়গা অবৈধভাবে দখল করে লোহার পাইপসহ বিভিন্ন পণ্য স্তুপ করার দায়ে আট ব্যবসায় প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে বাকলিয়া থানাধীন বির্জা খালের ওপর অবৈধভাবে নির্মিত ব্রীজের অংশ বিশেষ অপসারণ করা হয়।
অভিযানে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।