এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং কেশবপুর সরকারী প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, বিআরডিবির উপ-প্রকল্প অফিসার জি এম আজমল হোসেন ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাঃ নুর আলম। আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্রভাষক স ম কামরুজ্জামান, জি এম মহিউদ্দীন প্রমুখ।