বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাসের আত্মার শান্তি কামনায় এক স্মরন সভা বৃহস্পতিবার বিকাল চারটায় স্থানীয় বাজার নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল,ডাঃ তারিনী কান্ত মন্ডল ,সাবেক ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস,এমপি তনয় পল্লব বিশ্বাস রিটু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস,শিক্ষক ননী গোপাল গোলদার,মলয় রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ আজিজুর রহমান, সাংবাদিক পরিতোষ রায়,রেখা রানী বিশ্বাস, অর্চনা ঘোষ,বাজার কমিটির সভাপতি রঞ্জন মিস্ত্রী, সাধারণ সম্পাদক সমীর রায়,সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, ইউপি সদস্যা রমা মন্ডল,অলোক মল্লিক, মানবাধিকার সংরক্ষণ কমিশনের উপজেলা সম্পাদক সরদার হাফিজুর রহমান, সমাজ সেবক সত্যেন্দ্র নাথ রায় প্রমূখ । স্মরন সভা শেষে স্বাস্থ্য বিধি মেনে রাম নাম অনুষ্ঠিত হয় ।