অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ার বুক চিরে অভয়নগর উপজেলাকে দু’ভাগে বিভক্ত করে বয়ে যাওয়া ভৈরব নদের ওপর নির্মিত অভয়নগরবাসীসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতুটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। রোববার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই ভৈরব সেতুর উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উম্মোচিত হলো। সেতুটি উদ্বোধনের ফলে যশোর-খুলনা মহাসড়কের সাথে নড়াইল জেলার কালিয়া উপজেলার সরাসরি সংযোগ স্থাপন হবে। স্থানীয়ভাবে ভৈরব সেতুতে একটি উদ্বোধনী মঞ্চ তৈরী করা হয়। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর উদ্বোধনী মঞ্চ থেকে সেতুটির ওপর দিয়ে সব ধরণের যান চলাচলের জন্য উন্মুক্ত করেছে অভয়নগর উপজেলা প্রকৌশল বিভাগ। এছাড়া এদিন সকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সে ভৈরব সেতুর উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা যুক্ত ছিলেন বলে জানাগেছে। উল্লেখ্য, যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদীর ওপর ৯২ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ৫৯১ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে অভয়নগরবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্নের এ ভৈরব সেতুটি। ১৫টি পিলারের কলামের ওপর দাঁড়িয়ে রয়েছে ৭০২.৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৮.১ মিটার প্রস্থ এ সেতুটি। ২০১৫ সালের জুন মাস থেকে শুরু হয় এ সেতুটির নির্মাণকাজ। ম্যাক্স র্যাংকিং জয়েন্ট ভেঞ্চার নামক প্রতিষ্ঠানটি এ সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করে।