কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরের সাতবাড়িয়া গ্রামে ভাসুর কর্তৃক ছোট ভাইয়ের বৌ লাঞ্ছিত হয়েছে।এ ঘটনায় সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৌধুরীর ছোট ছেলে রাজীব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর কেশবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।থানার অভিযোগ সূত্রে জানা গেছে সাতবাড়িয়া গ্রামের মৃত গোপাল চৌধুরীর রেখে যাওয়া জমি সুষ্ঠভাবে বন্টন না করে মধুসূদন চৌধুরী কেশবপুর থানাধীন সাতবাড়িয়া মৌজায় ৪৫৪ নং খতিয়ানের হাল ৮২৬ দাগের জমি জবরদখল করে ঘর নির্মাণ করতে থাকে। আজ মঙ্গলবার সকাল ৮.দিকে সাংবাদিক রাজীব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর ঘর নির্মাণের জমির পাশে গেলে মধুসূদন চৌধুরী ছোট ভাইয়ের স্ত্রী সুচিত্রা মালাকর কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।সুচিত্রা মালাকর প্রতিবাদ করলে তাকে তার ভাসুর মধুসূদন চৌধুরী মারপিট করে।মারপিটের এক পর্যায়ে মধুসূদন চৌধুরী ছোট ভাইয়ের স্ত্রী সুচিত্রা মালাকর এর পরিহিত শাড়ি কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে।এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃজসীম উদ্দীন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহন করা হবে।