যশোর : কোতয়ালি মডেল থানা ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার রাতে শহর ও শহরতলীতে অভিযান চালিয়ে ১৬০পিস ইয়াবাসহ দু’জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, শহরের পুরাতন কসবা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পদ্মপুকুর ডিগ্রী কলেজের পাশে বর্তমানে উপশহর এস ব্লক বাসা নং ২৫ এর বাড়ির ভাড়টিয়া মৃত ইজাজুল মল্লিকের ছেলে সাদেকুল রহমান। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদারসহ একদল পুলিশ রোববার রাত সাড়ে ৯ টায় উপশহর ৮ নং সেক্টর জর্দ্দা ফ্যাক্টরীর সামনে থেকে সাদেকুল রহমানকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৬০পিস ইয়াবা উদ্ধার দেখায়। অপর দিকে, কোতয়ালি মডেল থানা পুলিশ একই রাত ১১ টা ২০ মিনিটে শহরের গাড়ীখানা রোডস্থ ঈগল পরিবহন কাউন্টারের সামনে থেকে ইব্রাহীমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ পিস ইয়াবা উদ্ধার দেখায়। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।