মোঃ রাসেল ইসলাম, বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ৮৫ যশোর-১শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
মেলা উদ্বোধন শেষে উপজেলা শিল্পকলা একাডেমী মঞ্চে বিজ্ঞান মেলা বিষয় বস্তু নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসম আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান চৌধুরী, শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম,বেনাপোল থানার ওসি মামুন খান, উপজেলা আইসিটি অফিসার আহসান কবির প্রমুখ।