যশোর : যশোরে জহির বিশ্বাস (৩০) নামে এক সবজি ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে৷ বৃৃৃৃহস্পতিবার ভোর ছয় টার দিকে যশোর – মাগুরা সড়কের হাসিমপুর পাঁচবাড়িয়া আমতলা এলাকায় এদুর্ঘটনা ঘটে৷ নিহত সবজি ব্যবসায়ী যশোর সদর উপজেলার হাপানিয়া গ্রামের হাসু বিশ্বাসের ছেলে৷
নিহতের ভাতিজা সবুজ জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাসিমপুর পাচবাড়িয়া আমতলায় সবজি ভরা বাইসাইকেল নিয়ে জহির বিশ্বাস শহর মুখি হবার জন্য সড়কে উঠার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে সে পড়ে যায় এবং ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়েছে যায়।
যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক ( এসআই) রেজাউল ইসলাম জহির বিশ্বাসকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে৷
কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এস আই) রেজাউল ইসলাম, ঘটনর সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি৷ এই মৃত্যুর ঘটনায় থানায় জিডি করা হয়েছে।