অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মাহমুদুর রহমান রিজভী জানান, করোনা পজিটিভ নিয়ে সাংবাদিক আসলাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শ্বাসকষ্ট থাকলেও তিনি বর্তমানে সুস্থ্য আছেন। অপরদিকে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার সুস্থ্যতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে। তাছাড়া তার সুস্থতা কামনা করেছেন নওয়াপাড়া প্রেস ক্লাবের কর্মকর্তারা।