চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা সদরের ঐতিহ্যবাহী জগদীশ্বরী কালী মন্দিরের মেয়াদ উত্তীর্ণ পরিচালনা পরিষদ পুনর্গঠনকল্পে কালী মন্দির প্রাঙ্গণে এক সাধারন সভা সর্বস্তরের ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ৫ জন বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি লিটন দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উৎপলদের সঞ্চালনায় মন্দিরের উন্নয়নকল্পে ভবিষ্যৎ করণীয় ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন হরিরঞ্জন ধর, সুধাংশু বিমল ধর, কৃষ্ণপদ বণিক, বিভু পদ ঘোষ, সুনীল চন্দ্র ধর, আশুতোষ চৌধুরী টিকলু, উৎপল দত্ত, পিংকু কর, বাবলু ঘোষ, দেবাশীষ ধর, পরিজাত দে, রুপন শীল ও রুপন ধর।
সভায় মন্দিরের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতি লক্ষে নতুন কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটির সুধাংশু বিমল ধর, বিভু পদ ঘোষ, কৃষ্ণপদ বণিক, রঞ্জন দাশ ও রুপন শীলকে দায়িত্ব প্রদান করা হয়।