রাজীব চৌধুরী,কেশবপুরঃ জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই স্লোগান সমৃদ্ধ ব্যানারে যশোরের কেশবপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০:৩০ মিনিটে কেশবপুর উপজেলা পরিষদ চত্ত্বরে কেশবপুর উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে প্রতিবাদ ও সমাবেশে অংশগ্রহন করেন কেশবপুর উপজেলার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম।এ সময় বক্তারা বলেন কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতিকারীরা।তারা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।