যশোর : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল ও চাঁচড়া পুলিশ ফাঁড়ি আলাদা অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৫৩০পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার টালিয়ামারা গ্রামের বর্তমানে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিখিরহাট রোড বাইপাস গালর্স স্কুলের পিছনে প্রনব চন্দ্র ঘোষের ছেলে সবুজ কুমার ঘোষ,যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা বর্তমানে রায়পাড়া আমির আলি গার্ডেন জনৈক মোঃ হাসানুল কবির এর বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে আবু বক্কর হোসেন তপু ও যশোর সদর উপজেলার তালবাড়িয়া হাই স্কুলের পিছনে আবু বক্কার সরদারের ছেলে তোরাব আলী।
চাঁচড়া ফাঁড়ির এএসআই সোহাগ হোসেন জানান,শুক্রবার দুপুরে যশোর চাঁচড়া চেকপোষ্ট পাবলিক টয়লেটের সামনে তোরাব আলীকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা একই এলাকার আনার পালিয়ে যায়। তোরাব আলীর দখল হতে (যশোর হ-১২-৪৫৮৪) মোটর সাইকেল উদ্ধার করে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের উপ-পরিদর্শক জেসমিন আরা জানান,শুক্রবার ১১ ডিসেম্বর সন্ধ্যারা সাড়ে ৭টায় শহরের আরএন রোড বড় মসজিদ এলাকার কাজল আহম্মেদ এর কাজল ডিপার্টমেন্ট ষ্টোর নাম দোকানের সামনে থেকে সবুজ কুমার ঘোষকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৩০পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের উক্ত টিম শুক্রবার রাত ৯ টায় কাঠালতলা রায়পাড়া আমির আলি গার্ডেন এলাকার জনৈক হাসানুল করিমের বাড়ির ভাড়াটিয়া আবু বক্কার হোসেন তপুর বস ঘরের বারান্দা হতে ৫শ’ পিস ইয়াবাসহ তপুকে গ্রেফতার করে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।