অভয়নগর প্রতিনিধি : অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের বাসিন্দা, সাবেক সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মোল্যা (৮০) বার্ধক্যজনিত কারণে শনিবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি .. .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর নওয়াপাড়া পৌরসভা কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে অভয়নগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করার পর তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মোল্যার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আলী আহম্মদ খানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, সহকারী কমিশনার (ভূমি) কে, এম রফিকুল ইসলাম, থানার এসআই মো. জয়নুল ইসলাম, সেনাবাহিনীর সদস্যগণ, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, শিক্ষক নেতা এসএম ফারুক আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।