খুলনা : অর্থ আত্মসাতের অভিযোগ এনে খুলনায় নিয়ামুল (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে কর্মস্থলের মালিক ও তার লোকজন । মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এরআগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মস্থল জেলার রূপসা উপজেলার দেয়ারা গ্রামে তার উপর হামলা চালান মালিক জমি ব্যবসায়ী আব্দুল হান্নান ও তার লোকজন।
খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল হালিম জানান, আব্দুল হান্নান জমি ব্যবসা করেন। নিয়ামুল তার ম্যানেজার। অর্থ আত্মসাতের অভিযোগে নিয়ামুলকে মারধর করেন হান্নান তার লোকজন। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান। নিয়ামুলের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান এসপি আব্দুল হালিম।