রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে যৌনহয়রানী,প্রজনন স্বাস্থ্য ( এসআরএইচআর), যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানবাধিকার সংগঠন পরিত্রাণ, কেশবপুর শাখার আয়োজনে পরিত্রাণ এর প্রশিক্ষন কক্ষে ১৩ই ডিসেম্বর রবিবার ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।ইন্টারজেনারেশনাল ডায়ালগে সভাপতিত্ব করেন চাইল্ড কোয়ালিশন কেশবপুর উপজেলা শাখার সভাপতি ও কপোতাক্ষ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোঃআলাউদ্দিন আলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃতরিকুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, গণমাধ্যমকর্মী ও দৈনিক প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ কুমার মোদক, দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস,পুরোহিত ও ভাল্লুকঘর বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, কেশবপুর পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও জীবিকা নারী উন্নয়ন সংস্থার পরিচালক মনিরা খানম প্রমুখ। প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন পরিত্রাণ কেশবপুর উপজেলা শাখার সমন্বয়ক মোঃরবিউল ইসলাম। ডায়ালগটির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান উপস্থাপন করেন পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস, সহযোগিতা করেন ওয়াই- মুভস প্রকল্পের পরিত্রাণ কেশবপুর উপজেলা শাখার প্রজেক্ট অফিসার মো: তারেক হাসান (রকি), ভলান্টিয়ার মিনা দাস , সেতু মন্ডল ও রিনা দাস, পরিত্রাণ এর কর্মী তন্দ্রা দত্ত। ডায়ালগে মোট ৩৫ জন উপস্থিত ছিলো যার মধ্যে নারী -০৯ জন এবং পুরুষ – ২৬ জন।