বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে মানসুর শেখ ওরফে মানসুর ডাকাত(৩৫) নামে এক ব্যাক্তিতে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজারের কাছে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মানসুর চিংড়াখালী ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত বারেক শেখের ছেলে। বৌলপুর বাজার থেকে বাড়িতে যাবার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পুর্ব শত্রুতার কারনে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মানসুর ডাকাতকে অজ্ঞাত ব্যাক্তিরা কুপিয়ে হত্যা করেছে। তার গলায়, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। ওসি আরো জানান, নিহত মানসুর ডাকাতের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। সম্প্রতি একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয়েছে তার। পুলিশ তাকে খুজছিলো।