খুলনা অফিস : আগামী ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া চালনা পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে উটপাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন নতুন প্রজন্মের নেতৃত্ব গনমাধ্যম কর্মি আজগর হোসেন ছাব্বির। প্রার্থী হিসাবে তিনি অন্যদের তুলনায় যোগ্য হিসাবে ভোটারদের আলোচনায় মুল প্রতিদ্বন্দিতায় আছেন।
পৌরসভার ৮ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতা দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির। তিনি এক সময় খুলনা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এবং দাকোপ উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলীয় রাজনীতিতে সক্রিয় না থাকলেও পল্লীবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য এবং খুলনা জেলা আহবায়কের দায়িত্বে আছেন। এ ছাড়া জাতীয় সাইবার পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়বারী হিসাবে দায়িত্ব পালন করছেন। সাহিত্য এবং ক্রীড়াপ্রেমী আজগর হোসেন ছাব্বিরের নিজের লেখা উপন্যাস পাঠক প্রিয়’র খ্যাতি অর্জন করেছিল। এ ছাড়া তার লেখা নাটক ”ভন্ড ডাক্তার” দাকোপ অঞ্চলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমাদের সময় ও ঢাকা ট্রিবিউনের পাশাপাশি খুলনা ও যশোরের দু’টি আঞ্চলিক পত্রিকায় এবং অনলাইন নিউজে কর্মরত আছেন। তিনি চালনা কম্বাইন্ড বয়েজ ক্লাব, নলিয়ান এস এম এ রব স্মৃতি সংঘের সভাপতি। এ ছাড়া চালনাস্থ সুতারখালী যুব কল্যান পরিষদের সভাপতি, সামাজিক সংগঠন শিশুদের জন্য আমরার প্রধান উপদেষ্টা, দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের উপদেষ্টা এবং দাকোপ উপজেলা সেবা গ্রহীতা ফোরামের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দি দু’ প্রার্থী হলেন একজন বর্তমান এবং অপরজন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। উপজেলা পরিষদ, থানা ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার প্রশাসনিক কেন্দ্রবিন্দু এই ওয়ার্ডে। অপরদিকে ভোটার সংখ্যা এবং আয়তনের দিক থেকে ৮ নং ওয়ার্ডটি সর্ববহৎ। কিন্তু দায়িত্ব পালনে ধারাবাহিক ব্যর্থতার কারনে জনগুরুত্বপূর্ন এই ওয়ার্ডটি ১৬ বছরে রয়ে গেছে অবহেলিত। দূর্ণীতি অনিয়মের বিরুদ্ধে আপোষহীন এবং আধুনিক বাসযোগ্য ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভিন্ন ধর্মী প্রচারনায় সাংবাদিক ছাব্বির ৮ নং ওয়ার্ডবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। প্রতিদ্বন্দি প্রার্থীরা ভোট কেনার সুযোগ না পেলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দাবী করে বলেন, আমি নির্বাচীত হলে অগ্রাধীকার ভিত্তিতে ওয়ার্ডবাসীর জলাবদ্ধতা নিরসন, কার্যক্রর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, কাচা রাস্তা গুলি ইট সোলিংয়ের আওতায় আনা এবং পর্যায়ক্রমে কার্পেটিং রাস্তা নির্মান, সুপেয় পানির ব্যবস্থা, সড়ক বাতির ব্যবস্থা এবং যুব সমাজকে মাদকমুক্ত করে ক্রীড়া সাংস্কৃতি চর্চার পরিবেশ দেওয়া ও কর্মমুখী করার অগ্রাধীকার প্রচেষ্টা থাকবে। এ ছাড়া ওয়ার্ডবাসীকে হয়রানীমুক্ত প্রশাসনিক সুবিধা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছতার সাথে সরকারী বেসরকারী সুবিধা পৌছে দেওয়া হবে। তিনি পরিবর্তনের শ্লোগানে সকলের নিকট উটপাখি প্রতীকে ভোট প্রার্থনা করেন।