বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর মোড় এলাকা থেকে মঙ্গলবার সকালে ১৪ লক্ষ টাকা মুল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানিরা বিপুল পরিমাণ ভারতীয় ওসুধ এনে যশোরে নেয়ার উদ্দেশ্যে সাদিপুর মোড়ে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৪ লক্ষ টাকা মুল্যের ভারতীয় ইনজেকশন জব্দ করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত ওসুধ বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।