এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দীন দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হাসান, যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা জি এম মিজানুর রহমান মিল্টন। আরো বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগনেতা নওশের আলী ও সাতবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী তহমিনা খাতুন। সম্মেলনে নওশের আলীকে সভাপতি ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করে সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।