এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পাবলিক ময়দানে শনিবার দিনব্যাপী এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ ৮ উইকেটে কেশবপুর থানা পুলিশ ক্রিকেট একাদশকে পরাজিত করে জয়লাভ করে। প্রীতি ক্রিকেট ম্যাচে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ। উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম এবং কেশবপুর থানা পুলিশ ক্রিকেট একাদশের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন এস আই পিন্টুলাল। খেলায় আম্পারের দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান শাওন ও জাহিদ হাসান। স্কোরের দায়িত্ব পালন করেন শাকিলুর রহমান সোহান ও মাসুদ হোসেন অপু। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশের খেলোয়ার ডাঃ অসিম।