কেশবপুর (যেশার): কেশবপুরে সোমবার সকালে বিদ্যুৎ স্পৃষ্টে একটি বিরল প্রজাতির পুরুষ কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। বন বিভাগ মৃত হনুমানটি উদ্ধার করেছে। বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই হনুমানটি খাদ্যের সন্ধানে পাবলিক ময়দান সংলগ্ন ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে লাফিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যায়। খবর পেয়ে বনবিভাগ মৃত হনুমানটি উদ্ধার করে প্রাণীসম্পদ অধিদপ্তরে ময়না তদন্ত করেছে। ময়না তদন্ত শেষে বনবিভাগ ওই হনুমানটিকে মাটি চাপা দিয়েছে। এ ব্যাপারে কেশবপুর উপজেলা বন বিভাগ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ৭ বছর বয়সি পুরুষ হনুমানটির বিদ্যুৎস্পৃষ্ট হবার খবর পেরে মৃত হনুমানটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ অধিদপ্তরে হাতে ন্যস্ত করে। উল্লেখ্য চলতি বছর জানুয়ারি মাসের ১১ দিনে ২টি হনুমান বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। তিনি দাবি করেন বৈদ্যুতিক তারে কভার দেয়া থাকলে হনুমানের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর সংখ্যা কমে যাবে।