রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুরে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধিমূলক ও কর্মসংস্থানের জন্য ড্রাইভিং,মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদ,কেশবপুর, যশোর এর আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী ( জাইকা) এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্রের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর( ইউজিডিপি জাইকা) আসমাউল হুসনা।আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাছরীন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার সহ প্রশিক্ষক ও প্রশিকনার্থীবৃন্দ।ড্রাইভিং,মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক সার্ভিসিং প্রশিক্ষণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।