রাজীব চৌধুরী, কেশবপুরঃ মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ শে জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম.আরাফাত হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিজিবুল ইসলাম, কেশবপুর নিউজ ক্লাব, কেশবপুর প্রেস ক্লাব ও কেশবপুর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার এম. এম. আরাফাত হোসেন বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নত রাষ্ট্র গঠনের ভিশন হিসেবে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী করেছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার “বাংলাদেশে কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না”। এ লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের সরাসরি তত্বাবধায়নে, ভূমিমন্ত্রণালয়ের সহযোগিতায়,আশ্রয়ণ – ২ প্রকল্প এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সারাদেশে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কেশবপুর উপজেলায় ১০৫টি পরিবারের জন্য ১০৫টি ঘর বরাদ্ধ পাওয়া গেছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ ১ লক্ষ ৭১ হাজার টাকা। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য হিসেবে আছেন। প্রথম ধাপে অত্র উপজেলায় ১২টি ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে যা ইতিমধ্যে উপকারভোগী ১২টি পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে। উপ-পরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা চেয়ারম্যান কেশবপুর, যশোর সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘর গুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন এবং কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসন,কেশবপুর,যশোর এর সার্বিক তত্বাবধানে এবং এ সংক্রান্ত গঠিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে অবশিষ্ট ৯৩ টি ঘর নির্মানের জন্য উপকারভোগী ও খাস জমি নির্বাচনের কাজ চলমান রয়েছে যা দ্বিতীয় ধাপে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।মুুুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান একযোগে সারাদেশে আগামী ২৩ জানুয়ারি ২০২১ খ্রিঃ শনিবার সকাল ১০:৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন।কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সকল সাংবাদিক বৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেন।