এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ হয়েছে।
জানাগেছে, উপজেলার বগা মহাদেবপুর গ্রামের আমিন উদ্দীনের ছেলে আব্দুর রউফের সাথে উপজেলার রঘুরামপুর গ্রামের জাকাত আলী খানের মেয়ে রঘুরামপুর মহিলা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী সোহানা খাতুনের (১৬) বুধবার দুপুরের বিবাহ হওয়ার কথা ছিল। বিষয়টি যশোরে অপারেজিতার পক্ষ থেকে কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফাকে জানানো হয়। খবর পেয়ে ঐ দিন বেলা ১১ টার দিকে তিনি চিংড়া পুলিশ ক্যাম্পের এস আই বাদশাহকে সাথে নিয়ে রঘুরামপুর গ্রামের ঐ বাড়িতে যেয়ে সোহানা খাতুনের পিতা জাকাত আলী খানের নিকট থেকে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে লিখিত অঙ্গিকার নামা নিয়ে বাল্য বিবাহটি বন্ধ করেন।