শার্শা (যশোর) : যশোরে শার্শায় হেরোইনসহ মতলেব (৫০) নামে একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। সে বৃত্তিবারিপোতা গ্রামের রজব আলীর ছেলে। জেলা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে এস আই খায়রুল ইসলাম তাকে উপজেলার ওই গ্রামের বেতনা নদীর ব্রীজের উপর থেকে আটক করার পর তার কাছ খেকে ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করে। বুধবার সকালে শার্শা থানায় মামলা হয়েছে। এ ছাড়া ১শ’ পিস ইয়াবা ট্যাবটেলসহ দবির হোসেন (২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নাভারন কাজিরবের গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে। শার্শা খানার অফিসার্স ইনচার্জ এম মশিউর রহমান বলেন, বিশেষ অভিযান চলাকালে এস আই সুজাত গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে নাভারন বাজারের হক ষ্টোরের সামনে থেকে আটক করার পর তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। থানায় মামলাসহ তাকে যশোর আদালতে পাঠানো হয়। উপজেলার নাভারন দক্ষিন বুরুজবাগান গ্রাম থেকে বাবু হোসেন (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গত মঙ্গবার রাতে ১২ টার দিকে বুরুজবাগান সরকারী হাসপাতারের সামনে থেকে আটক করেছে পুরিশ। সে ওই গ্রামের মৃত: বেলায়েত হোসেন এর ছেলে। শার্শা থানার এস আই ইমরুল গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে আটক করার পর তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে। শার্শা থানায় মামলা হয়েছে।